স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার উপজেলার উবাহাটা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আল আমিন মিয়া নামে এ স্কুল ছাত্রকে হত্যা করা হয়।
চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের দিদার হোসেনের সাথে নিহত আল আমিনের পিতা নুর হোসেনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের গত বৃহস্পতিবার সন্ধ্যায় আল আমিনকে বাড়ীতে নিয়ে নিমর্মভাবে নির্যাতন করে দিদার হোসেনের লোকজন। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৩টার দিকে আল আমিনের মৃত্যু হয়।
এ খবর এলাকায় প্রচার হলে শুক্রবার বিকালে নিহত স্কুল ছাত্র আল আমিনের সহপাটি ও স্থানীয় লোকজন হবিগঞ্জ-চুনারুঘাট সড়ক ১ ঘন্টা অবরোধ করেন। এ সময় তারা, নিহত আল আমিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। পরে স্থানীয় পুলিশ প্রশাসন ও মুরুব্বীয়ানের সহযোগীতায় রাস্তা থেকে অবরোধ প্রত্যাহার করা হয়।