আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের কালনী নদীতে নিখোঁজ হওয়া কৃষক আবু মিয়ার (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ থাকার ২দিন পর গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গয়েশ্বর গ্রামের কাছে ভেড়ামোহনা নদী থেকে বৃদ্ধ আবু মিয়ার মরদেহ উদ্ধার করে কাকাইলছেও নৌঁ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
নিহত আবু মিয়া আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গোপালপুর গ্রামের বাসিন্দা।
গত বুধবার দুপুরে কালনী নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন আবু মিয়া। ওই দিনে তিনি ও তার ছেলে লোকমান মিয়া নদীর অপর পাড় থেকে ধান কেটে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালনী-কুশিয়ারা নদীর কাছে ভীম জালের একটি বাঁশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এতে বৃদ্ধ আবু মিয়া নদীর প্রবল স্রোতে জালের সঙ্গে প্যাচ লেগে ডুবে যান। এ সময় তার ছেলে লোকমান মিয়া নদীর পাড়ে উঠে শোর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আবু মিয়াকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। ওই সময়ই ভীম জালের মালিকরা কাকাইলছেও আনন্দপুর গ্রামের মনমোহন দাসের পুত্র মঞ্জু দাস, বারিন্দ্র দাসের পুত্র রবিন্দ্র দাস, মস্তু মিয়ার পুত্র বাবুল মিয়া, দুধু মিয়ার পুত্র শরিফ মিয়া তড়িগড়ি করে নদীতে নেমে দা, কাচি দিয়ে কুপিয়ে জালের তলি কেটে ফেললে বৃদ্ধ আবু মিয়াকে আর খোঁজে পাওয়া যায়নি। ঘটনার পরপরই জাল, জালের সরঞ্জামসহ দুটি নৌকা একটি ধারালো দা আটক করে ফাঁড়ির পুলিশ। ২দিন খোঁজাখুঁজির পর গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারোটায় স্থানীয় রাখালরা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গয়েশ্বর গ্রামের কাছে ভেড়ামোহনা নদীতে বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জের কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
এ ব্যাপারে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) আবুল কাসেম জানান-মরদেহের মুখমন্ডল, হাত ও পায়ে কাটার চিহ্ন রয়েছে। তিনি আরও জানান-ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।