মখলিছ মিয়া, বানিয়াচঙ্গ থেকে ॥ বানিয়াচঙ্গের মার্কুলী থেকে বন্দুক সহ আটকের ঘটনায় গ্রেফতারকৃত নবীগঞ্জের বুরনপুর গ্রামের ফয়েজ চৌধুরী সহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে বানিয়াচঙ্গ থানায় মামলা দায়ের করা হয়েছে। মার্কুলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছে নবীগঞ্জের বুরনপুর গ্রামের তরুদ মিয়ার পুত্র রিজন মিয়া (৩৫) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার রসুলপুর গ্রামের মৃত শাহনুর মিয়ার পুত্র তশীদ আলী (২৮)। গতকাল আটক ফয়েজ চৌধুরীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে অস্ত্রসহ আটকের ঘটনায় সন্তোষ্ট হয়ে এসআই জিয়াউর রহমানকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার বুরনপুর গ্রামের মৃত কাজী ফারুক আহমদ চৌধুরীর পুত্র ফয়েজ চৌধুরী (২৮) দিরাই উপজেলার রসুলপুর থেকে অস্ত্র নিয়ে সঙ্গীয় আরো দু’জন সহ আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মার্কুলী নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মার্কুলী কেয়াঘাট এলাকার দুর্গা মন্দিরের নিকট অবস্থান নেন। এদিকে ফয়েজ চৌধুরী সঙ্গীয় দু’জন সহ ওই স্থানে আসে। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যেতে চাইলে ফয়েজ চৌধুরীকে এসআই জিয়া আটক করতে সক্ষম হলেও অপর দু’জন পালিয়ে যায়। এ সময় ফয়েজের কাধে ঝুলানো ব্যাগ তল্লাসী করে দু’ভাগে বিভক্ত একটি সচল একনালা বন্দুক উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ফয়েজ তার সঙ্গীয় অপর জনের নাম রিজন মিয়া ও তশীল রানা বলে জানায়। গতকাল সকালে ফয়েজ চৌধুরীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।