স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বজ্রপাতে একই পরিবারের ৫জন আহত হয়েছে। এদের মধ্যে ৪জন মহিলা ও ১জন পুরুষ। আহতরা হলেন-লাখাই ইউনিয়নের স্বজন গ্রামের ফুল মিয়ার স্ত্রী রাজিয়া খাতুন (৬০), ফুল মিয়ার ভাগ্নে বধূ মাজু মিয়ার স্ত্রী লাকী (৩০), সাত্তার মিয়ার স্ত্রী বেদেনা বেগম (৩৫), মরম মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৪৬) ও সাজু মিয়া (৩০)।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে-সকাল সাড়ে টার দিকে এরা সবাই রান্না ঘরে ছিলেন। এ সময় ঝড়োবৃষ্টির সাথে বজ্রপাত আঘাত হানে। এতে উল্লেখিত ৫জন আহত হন। আহতদের মধ্যে রাজিয়াকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।