প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ শহরের রাজা কমপ্লেক্সের বাহারি ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান মিজান ব্যবসায়ী কাজে থাইল্যান্ড মালশিয়া গমন উপলক্ষে মার্কেটের প্রীতিকনা (২), ফ্যাশন গ্যালারির মালিক চন্দন দেব, তৌহিদুল হক মিলন ও মামুন মিয়ার উদ্যোগে গতকাল রাতে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাফিজ শাহজান, বাদল রায়, ছাদির আহমেদ, সোহেল আহমেদ, টিপু, শিপু, তোফাজ্জল মোফাজ্জল হোসেন, কাশেম, জুবেদ আলী, টেলিকম ব্যবসায়ীর সভাপতি শাহেল আহমেদ প্রিন্স, সেলিম, আলীম, রনি, কফিল, বিনয় ভূষন অধিকারী, মেম্বার জামাল উদ্দিন, শিক্ষক সোহেল আহমেদ, গোপেশ দেব, আবু বক্কর, রিপন, আবু মিয়া, জসিম উদ্দিন, হায়দার আলী, প্রবাসী সাইফুর ইসলাম, কবির, মিল্টন চৌধুরী, আলী হোসেন প্রমুখ।