এক্সপ্রেস ডেস্ক ॥ আজ থেকে দেশের বাজারে কার্যকর হলো স্বর্ণের বাড়তি নতুন দাম। প্রতিভরি স্বর্ণের দাম ৪৭ হাজার ৪শ ১৪ টাকা। আগের তুলনায় দাম বাড়ল ১ হাজার ২শ ২৫ টাকা। এর আগে বুধবার আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। জানা যায়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতিগ্রাম স্বর্ণের দাম ৪১ ডলার। দুই মাসের ব্যবধানে আবারো দাম বেড়েছে তাই নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার থেকে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৪৭ হাজার ৪শ ১৪ টাকা। অন্যদিকে ২১ক্যারেট ৪৫ হাজার ৩শ ১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬শ ৬৬ টাকায় বিক্রি হবে। একই দিনে বাড়ছে রুপার দাম। প্রতিভরি মিলবে ১হাজার ১শ ৬৬ টাকায়।