প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন প্রচার প্রচারণায় সার্বিক সহযোগিতার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সংশ্লিষ্ঠ ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দের সমন্বয়ে উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরীকে আহবায়ক, উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াছ মিয়াকে যুগ্ম আহবায়ক ও নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।