আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলামের পিতা বিশিষ্ঠ মুরুব্বী মোঃ ইলিয়াছ মিয়া গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে করাব (মানপুর) গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১শ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৪ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মরহুম ইলিয়াছ মিয়া একজন ভাল মানুষ হিসাবে সমাজে তাঁর পরিচিতি রয়েছে। তাঁর জীবদ্দশায় সামাজিক কর্মকান্ডসহ ধর্মীয় কাজে তিনি অবদান রাখেন। গতকাল বিকাল ৩টায় মানপুর মসজিদ সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে মরহুম ইলিয়াছ মিয়ার দাফন সম্পন্ন করা হয়।