নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি ও বাকীদের চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের মৃত আঃ হাই’র জমিতে একই গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে হেলাল, বিলাল গংরা ওই দিন সকালে জোরপুর্বক হাল চাষ করতে গেলে মৃত আঃ হাইর ছেলে আকিকুর রহমান গংরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের হাসপাতাল নিয়ে আসলে আকিকুর রহমান (৩৪), মিজানুর রহমান (৩২), বাছিত মিয়া (৪৫), বিলাল মিয়া (২৬) কে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করেন।