সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না নবীগঞ্জে মেধাবৃত্তি অনুষ্ঠানে ছাবির চৌধুরী ॥ জ্ঞানার্জনের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ শহরের পিটিআই স্কুলের ভেতর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে রাস্তার পাশে গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধা নিহত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে ২০০৩ কে হারিয়ে ২০০৪ ব্যাচের জয় নবীগঞ্জে যুবদলের উদ্যোগে সৌদি আরব মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল খানেঁর বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অজিত সূত্রধরের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের উচাইল থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে ফুটপাত অবমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব

মাধবপুরে পুলিশ সুপায় জয়দেব কুমার ভদ্র ॥ নির্বাচন সুষ্টু ও নিরপেক্ষ করতে সকল শক্তি প্রয়োগ করা হবে

  • আপডেট টাইম বুধবার, ৪ মে, ২০১৬
  • ৪২৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন-ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ করতে সকল শক্তি নিয়োগ করা হবে। অনেকেই মনে করেন সরকারী দলের মার্কা নৌকা পেয়েছি তাতেই চেয়ারম্যান হয়ে যাব, প্রশাসন তাকে নির্বাচিত করে দিবে এ ধরনের স্বপ্ন যারা দেখেন তাদের বলব এ স্বপ্ন মন থেকে বাদ দেন, জনগন যাকে ভোট দিবে তিনিই নির্বাচিত হবেন। অন্য কোন বাইপাস রাস্তা নেই। ইতিমধ্যে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার নির্বাচন দেখেছেন। দেশের অনেক জায়গায় নির্বাচনের আগে পরে মারামারি ও সহিংসতার ঘটনা ঘটেছে। বগুরাসহ কয়েকটি জায়গায় শুধু বিএনপি আওয়ামীলীগ মারামারি হয়েছে আর বাকী সব স্থানেই আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগের মধ্যে হয়েছে। এখনও প্রতীক বরাদ্ধ হয়নি তারপরও অনেক প্রার্থী নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন তা ঠিক নয়। অনেকেই মনে করেন সরকারী দল করি পুলিশকে ব্যবহার করে নির্বাচনী বৈতরনী পার পেয়ে যাব, তা হবে না। হবিগঞ্জে তা কোন অবস্থাতেই হবে না। তাই সবাই নির্বাচনী আচরন মেনে চলবেন। তিনি মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধবপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে এর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান। ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখতে গিয়ে আন্দিউড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমান অভিযোগ করে বলেন-আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বিএনপির কিছু নেতাকর্মী পরিবেশ অশান্ত করে আইন শৃংখলার অবনতি ঘটাতে চায়। বিদ্রেহী প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করে বলেন, আতিকুর রহমান আতিক দলীয় ভাবে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার সাথে সাথে বর্হিরাগত লোকজন নিয়ে মোটরসাইকেল নিয়ে বিশাল শো-ডাউন করে জনমনে ভীতির সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছেন। জগদীশপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম বলেন আমার প্রতিন্দ্বন্দ্বি প্রার্থী নয়, স্থানীয় আওয়ামীলীগের একটি অংশ হিন্দু ভোটারদের নৌকায় ভোট না দেয়ার জন্য ভয়ভীতি প্রর্দশন করে যাচ্ছে। বাঘাসুরা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাহাব উদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন-আওয়ামীলীগ প্রার্থী ও তার লোকজন আমাকে ও আমার লোকজনকে নানা ভাবে হুমক্কি দিয়ে আসছে এবং এলাকায় প্রচার করে বেড়াচ্ছে সকাল ১০টার মধ্যেই নাকি ভোট শেষ হয়ে যাবে। এছাড়া বাঘাসুরা ইউনিয়নের ৫টি কেন্দ্র খুবই ঝুকিপুর্ণ। আদাঐর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ফারুক পাঠান বলেন, আদাঐর ইউনিয়নের কয়েকটি স্থানে মুখোশ পড়ে রাতে চিহিৃত সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বহরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন ও বিদ্রোহী প্রার্থী আরিফুর রহমান পাল্টা-পাল্টি অভিযোগ করে বক্তব্য দেন। ওসি তদন্ত কে এম আজমিরুজামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মঘর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান সোহাগ, জগদীশপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুর রহমান বাচ্চু, শাহজাহানপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ হোসেন চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com