স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর দ্বিতীয় শ্রেণির ছাত্র কামরুল ইসলাম নবীন সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে রবীন্দ্র ও নজরুল ইসলামের কবিতা আবৃত্তিতে ৩য় স্থান লাভ করেছে। হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল মঙ্গলবার এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এতে ৮টি উপজেলা হতে উপজেলা পর্যায়ে ১ম ও ২য় স্থান অধিকারী বিভিন্ন বিভাগের প্রায় ৫০জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নবীন নবীগঞ্জ উপজেলা পর্যায়ে ২য় স্থান লাভ করে। সে নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো: নজরুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুন্নাহার সুমার একমাত্র পুত্র।