মোঃ মোফাজ্জল হোসেন, সভাপতি, মোঃ সুনুক মিয়া, সাধারণ সম্পাদক, মোঃ তৌহিদুল হক (মিলন), কোষাধ্যক্ষ, মোঃ মোশেফ মিয়া আকঞ্জী, সহ সভাপতি।
সবার সম্মতিক্রমে ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাফিজ শাহজান চৌধুরী (হাবিব ফার্মেসী), বাদল রায় (শিউলী কসমেটিক্স), চন্দন দেব (প্রীতিকণা), মোঃ মামুন মিয়া (সলিট ভেরাইটিজ ষ্টোর), ছাদির মিয়া (নাবিল ভেরাইটিজ ষ্টোর), মিজানুর রহমান মিজান ও মোঃ সুহেল আহমদ (বাহারী ফ্যাশন), টিপু মিয়া (ভারমিলিয়ন), জুবেদ আলী (বাহারী ফ্রেবিক্স), ছাদিকুর রহমান (ভারমিলিয়ন), মোঃ সেলিম মিয়া (মুক্তিযোদ্ধা ফ্যাশন), কবির তালুকদার, মোঃ সাইফ মামুন-২, মোঃ টি.জে তোফাজ্জল, মিল্টন, মোঃ ইউসুব মিয়া (যাত্রিক ভেরাইটিজ ষ্টোর), মোঃ সাইদুর রহমান, আনিস মিয়া, শিপন অর্পন, মোঃ আলীম মিয়া, স্বপন বাবু, লিটন মিয়া, সোহাগ, কবি ও গীতাকার এম.এ কাশেম প্রমুখ।