স্টাফ রিপোর্টার ॥ হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রুবেল মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। রুবেলের পরিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সে ধান কাটতে হাওরে গিয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাত তার উপর আঘাত হানে। এতে সে আহত হয়। স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।