মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর এলাকায় সোমবার ভোররাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইদ্রিছ আলী ওরপে লাউয়া (৫০) কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লাউয়া কালিকাপুর গ্রামের জবান আলী ওরপে বলা মিয়ার ছেলে।
থানার এসআই মমিনুল ইসলাম ওইদিন ভোররাতে কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাধবপুর, হবিগঞ্জ সদর, ব্রাহ্মনবাড়ীয়াসহ বিভিন্ন থানায় ১১/১২টি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে বলে পুলিশ জানায়।