প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা শ্রমিকদলের উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে রবিবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে র্যালিটি শুরু শহর প্রদক্ষিণ করা হয়। পরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডঃ এস এম বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এম জি মোহিত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন।
বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ টিটু, কুতুব উদ্দীন শামীম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শেখ মখলিছুর রহমান, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি হাজী আব্দুল ওয়াহাব বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আনসারী রতন, সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, আব্দুল খালেক, সোনালী ব্যাংক এমúয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সদর থানা শ্রমিকদলের সভাপতি সোহেল এ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, জেলা শ্রমিকদল নেতা এডঃ হাবিবুর রহমান হাবিব, কামরুল হাসান কাজল, লালন আহমেদ, কাওছার আহমেদ জাকির, আব্দুল হাই, শেখ রহমত আলী, মকসুদ আলী, আব্দুল হামিদ, মাহবুব উদ্দিন চৌধুরী, আমীর আলী, আব্দুর রহিম, সিরাজ মিয়া, ফারুক মিয়া, আজমিরীগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি সাজিদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন সরষ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, আজমিরীগঞ্জ পৌর শ্রমিকদলের আাহ্বায়ক মামুনুর রশিদ মামুন, বাহুবল থানা শ্রমিকদলের সভাপতি সানাউল হক চৌধুরী সানু, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার প্রমুখ।
সভায় ডাঃ জীবন বলেন- শ্রম শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার মিল কারখানা বন্ধ করে দিয়েছে। বিদেশে শ্রমিক প্রেরণে ব্যর্থ হয়েছে। এই সরকার শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে।