প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্র ১৩৫৬/১৮৮ এর উদ্যোগে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে এক বর্ণাঢ্য লাল পতাকা র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় এক আলোচনা সভা ও ২০১৫-২০১৬ অর্থ বছরের নিহত ৭ সদস্য এর পরিবারের মধ্যে মৃত্যু দাবি ১ লাখ ৭০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাজী মলাই মিয়া, মাওঃ আব্দুল হাফিজ, দিয়ারিশ মিয়া, মোঃ সাইদুর রহমান, আলী হোসেন, মোঃ সাহেদ আলী, বেলাল মিয়া, সাহেব আলী, কিম্মত আলী, আহাম্মদ চৌধুরী ছায়েদ, মোঃ লেচু মিয়া, রতন বর্মন, মোঃ গোলাপ মিয়া, হাজী আব্দুল আউয়াল, মোঃ শাহজাহান মিয়া, মোঃ মর্তুজ আলী, হাবিবুর রহমান জিতু, মোঃ আবিদুর রহমান, মোঃ আব্দুল্লাহ প্রমূখ।