স্টাপ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাঙ্গারপুল থেকে অস্ত্রের মুখে জিম্মি করে টমটম নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তদের আঘাতে টমটম মালিক ফরিদ মিয়া নামের এক ব্যক্তি আহত হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ভাদৈ মসজিদের পূর্ব দিকে তেতৈয়া গ্রামের ইব্রাহিম ও ভাঙ্গারপুল এলাকার টমটমের চোরের গডফাদার জিতু মিয়া, ফরিদ মিয়ার টমটম নিয়ে যেতে চাইলে ফরিদ দেখে ফেলে। এ সময় তাকে আঘাত করে নিয়ে যায়।
উল্লেখ্য, এই টমটমটি চুরি হওয়ার আগে প্রায় ১৫ দিন পুর্বেও ফরিদ মিয়ার আরেটি টমটম চুরি হয়। এ ব্যাপারে টমটম মালিক ফরিদ মিয়া সদর থানায় ১টি অভিযোগ দায়ের করেছেন।