নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধায় স্থানীয় কাজীর বাজার কার্য্যালয়ে নেতৃবৃন্দ কেক কেটে জন্ম দিন পালন করেন। ছাত্রলীগ নেতা খালেদ মোশারফ এর সভাপতিত্বে ও জসিম উদ্দিন এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন (ছুবা)। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আব্দুল্লা মেম্বার, যুগ্ম সাধারন সম্পাদ আনোয়ার হোসেন, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্থার আলী তালুকদার আনোয়ার শাফী, ডাঃ কালাম। এতে বক্তব্য রাখেন, তপু আহমেদ, আশরাফুল, হোসেন, তানভীর, শিশু, জুনেদ, মারুপ, বদরুল, বিলাল, সাইদুর, সালেহ আহমেদ, জাহির উদ্দিন, তারেক, উজ্জল, মিলাদ, মিফতাহ উদ্দিন, আল আমিন, হাবিবুর দুলাল, রুবেল, দীপু, আকলিছ, নুরুল, সুয়েব, জাকির, জাহেদ, হেলাল, আলী, আবুল হাসান, মইনুল, রুমেল, মাহমুদ, মাহমুদ আলী, আবু বকর, আবু তাহের, রেজাউল, সামাউল, হৃদয় খান, টিকলু, রাজু, মুছা, আমিনুর, তাহের, হাছান, লিংকন, সুহেল, আমিন, হাফিজুর, ইশবাল, আবুল ফজল, মনজু দাশ, অরবিন্দু দাশ প্রমূখ। নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে ইউনিয়ন ছাত্রলীগকে আরো সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে আহবান জানান।