নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের কুড়িশাইল গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অনুষ্টানের প্রধান অতিথি মোঃ আলমগীর চৌধুরী। গতকাল সোমবার বিকালে উক্ত বিদ্যুতায়ন উদ্বোধন সভাপতিত্ব করেন ভৈরব দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এডঃ ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, করগাওঁ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ প্রমূখ। অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এলাকার উন্নয়ন হয়, গ্রামে গ্রামে বিদ্যুতায়ন হয়। এর প্রমান নিভৃত পল্লী কুড়িশাইল গ্রাম। সরকারের উন্নয়নের অংশ হিসেবে আজ ওই গ্রামে বিদ্যুৎতায়ন করে আলোকিত করা হয়েছে। উক্ত উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।