স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই স্কুল ছাত্রী ঝলসে গেছে। গত রবিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঝরে বাড়ির পার্শ্ববর্তী বিদ্যুতের খুটি থেকে একটি তার মাটিতে পড়ে যায়। বার বার পল্লী বিদ্যুৎ অফিসকে বলার পরও তারা কোন পদক্ষেপ নেয়নি। ওই গ্রামের জালাল মিয়ার কন্যা স্থানীয় স্কুল ছাত্রী রিপা আক্তার (১১) ও মিজুম আলীর কন্যা হোসনা আক্তার (১৬) অসাবধনতাবশত খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে তাদের শরীর ঝলসে যায়। প্রথমে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।