এক্সপ্রেস ডেস্ক ॥ আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। গতকাল শনিবার বিকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের মতামতকে সব সময় গুরুত্ব দিয়ে এসেছে। এখনও দিচ্ছে। এজন্য আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা আগামী ৩০ মে রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তারানা হালিম বলেন, যেসব সিম নিবন্ধনের চেষ্টাও করা হয়নি সেসব সিম ১ মে থেকে তিন ঘণ্টার জন্যে বন্ধ থাকবে। ৩১ মে রাত ১২ পর থেকে সব অনিবন্ধিত সিম একেবারে বন্ধ করে দেয়া হবে। তিনি এই সময়সীমার মধ্যে সব গ্রাহককে তাদের অনিবন্ধিত সিম নিবন্ধন করে নেয়ারও আহ্বান জানান। একই সঙ্গে বর্তমানে যে গতিতে আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজ চলছে, তা যেন কোনোভাবেই শ্লথ না হয়, মোবাইল অপারেটরগুলোর প্রতি তাগিদ দেন তারানা হালিম। তারানা হালিম বলেন, দেশের ১৫ লক্ষাধিক প্রতিবন্ধী রয়েছে। তারা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্যে গেলেও তাদের সহযোগিতা করা হয়নি। ৩১ মে পর্যন্ত প্রত্যেক শনিবার তাদের জন্যে অফিস খোলা থাকবে। তাদের সিম নিবন্ধন করতে সার্বক্ষনিক দুইজন করে লোক থাকবেন। তাদের প্রতি অবশ্যই ভাল আচরণ করতে হবে। এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ৩০ এপ্রিলের পর আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ১ মে থেকে অনিবন্ধিত সিম ৩ ঘণ্টা করে বন্ধ করে দেয়া হবে। তবে এই সময়সীমার মধ্যে অনেক গ্রাহক তাদের সিম নিবন্ধন করতে পারেনি জানিয়ে বিটিআরসিতে মোবাইল অপরারেটরগুলো সময় বাড়ানোর আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার প্রতিমন্ত্রী তারানা হালিম এ ঘোষণা দিলেন।