মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গতকাল শনিবার বিকেলে দুই মহিলার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হামলা পাল্টা হামলায় গর্ভবতী মহিলাসহ কমপক্ষে ১০ জন লোক আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ৫ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, উল্লেখিত গ্রামের হাছন মিয়ার স্ত্রীর কাছে খালেদ মিয়ার নিকট আত্মীয় দোকান বাকীর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই মহিলার মাঝে ঝগড়ার জের হিসাবে খালেদ এমদাদ গংরা হাছন মিয়ার স্ত্রীকে মারধর করার কবর পেয়ে হাছন মিয়া ও তার আত্মীয় স্বজন এগিয়ে আসলে উভয় পক্ষের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। আহত হাছন মিয়া (৬৫), শহিদা বেগম (২৬) গর্ভবতী মহিলাকে সিলেট মেডিকেল কলেজ প্রেরন ও আজাদ মিয়া (৩৫), খালেদ মিয়া (২৪), এমদাদ (১৮) ও রাইমা বেগমকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় পরে লোকের মাঝে উত্তেজনা বিরাজ করছে।