স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় অনলাইন ফটোগ্রাফিক গ্র“প ‘শখের ছবিয়াল’ এর প্রথম আলোকচিত্র প্রদর্শনী ‘শখের ছবিয়াল ফটো ফেস্টিভাল-২০১৬’ গত ২৯ এপ্রিল বিকেল ৩টায় ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও শখের ছবিয়ালের উপদেষ্টা জালাল আহমেদ। প্রধান অতিথি স্থানীয় সময় বিকেল ৪টায় ফিতা কেটে শখের ছবিয়াল ফটো ফেস্টিভাল-২০১৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। শখের ছবিয়ালের প্রধান সমন্বয়কারী ডাঃ এস এস আল-আমিন সুমন পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিখ্যাত ফটোগ্রাফার শফিকুল আলম কিরণ, আবির আবদুল্লাহ, ও কুদরত-ই-খোদা (লিটু)। ডাঃ সুমন শখের ছবিয়ালের কার্যকলাপ সংক্ষেপে সবার সামনে তুলে ধরেন। প্রধান অতিথি শখের ছবিয়ালের কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেন।
ফটো ফেস্টিভালে প্রায় ৩০০০ ছবির মধ্যে মাত্র ৬৬টি ছবি নিয়ে বিভিন্ন ফটোগ্রাফারের ছবি স্থান পায়। বিচারক মন্ডলীরা বলেন, ছবি বাছাই প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন ছিল। কেননা, প্রচুর ভালো ছবি থাকে। তারা আরও বলেন, যে সকল ছবি বাদ দেয়া হয়েছে ওইগুলোও অনেক ভালো ছবি। এমনকি তা দিয়ে আরও দুইটা ছবির প্রদর্শনীর আয়োজন করা যাবে।
এতে প্রথম স্থান অধিকার করেন ফারহানা ফারা, দ্বিতীয় স্থান অধিকার করেন তানভীর মঞ্জুর এবং তৃতীয় স্থান অধিকার করেন রিফাত ইকবাল।
প্রদর্শনীটি শুরু হয়েছে ২৯ এপ্রিল এবং এটি চলবে ১ মে পর্যন্ত। সকল স্তরের জনগণকে প্রদর্শনীটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতা করেন আইএফআইসি ব্যাংক, দি ক্যামেরা হাউজ ও জাহাঙ্গীর ফ্রেম ঘর।