স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে টমটমের ধাক্কায় জিসান (৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। সে ওই গ্রামের শফিক মিয়ার পুত্র। গতকাল শনিবার দুপুরে সে বাড়ির পার্শ্ববর্তী সড়ক দিয়ে হেটে যাবার সময় পেছন দিক থেকে একটি টমটম ধাক্কা দিলে সে আহত হয়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি শহরের টমটমের বেপরোয়া চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে করে টমটম এখন শহরবাসীর কাছে ভয়ংকর যানে পরিণত হয়েছে।