স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি হুসাইন আহমেদ পদত্যাগ করেছেন। গত ২৭ এপ্রিল তিনি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বারাবরে এই পদত্যাগপত্র প্রেরণ করে।
এতে তিনি উল্লেখ করেন, গত ২১ মার্চ হোসাইন আহমেদকে আহ্বায়ক করে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ্গুল আহমেদ কাজল।
পরে এই কমিটির বিরুদ্ধে ২৪ মার্চ আবারো আওয়ামী যুবলীগের একটি পকেট কমিটি গঠন করেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এতে প্রধান অতিথি ছিলেন কালিয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ। এই গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের কারণে হুসাইন আহমেদ কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
এনিয়ে, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে শংসয় প্রকাশ করছেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগ ও আওয়ামী লীগের ভবিষৎ নিয়ে। স্থানীয়রা মনে করছেন ইউনিয়ন আওয়ামী লীগে ভাঙ্গনের কারণে ইউপি নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে। আর এ কারণে ওই ইউনিয়নে আওয়ামী লীগের ভরাডুবি হওয়ার আশঙ্কাও করছেন অনেকে।