স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সোনালী ব্যাংক প্রধান শাখার ফটকের নিকট চায়ের দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা ওই দোকানের তালা ভেঙ্গে দোকানে থাকা সবকিছু নিয়ে যায়। জানা যায়, দীর্ঘদিন ধরে পলাশ মিয়া একটি চায়ের দোকান নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। শুক্রবার রাতে দোকান লাগিয়ে বাড়িতে চলে যায় সে। সকালে এসে দেখতে পায় দোকানের জিনিসপত্রসহ নগদ টাকা নিয়ে গেছে চোর।