স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া থেকে লিপি আক্তার নামে এক সাজাপ্রাপ্ত যুবতীকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের বেলদার মিয়ার কন্যা। গত শুক্রবার গভীররাতে বানিয়াচং থানা পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায় সম্প্রতি ওই যুবতী শায়েস্তাগঞ্জ জংশন এলাকার সিরাজ হোটেলের একটি রোমে শহীদ নামের এক যুবকের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় পুলিশ তাদের আটক করে কোর্টে প্রেরণ করে। জামিনে মুক্তি পেয়ে তারা হাজিরা না দেয়ায় আদালত তাদের বিরুদ্ধে ৬ দিনের পরোয়ানা জারী করেন।