নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার মোড় থেকে নবীগঞ্জ থানা পুলিশ ৩ লিটারমদসহ আওলাদ হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সে উপজেলার বাউসা ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল অজুদ মিয়ার পুত্র ও শহরের কাপড় ব্যবসায়ী আঃ তাহিদ মিয়ার আপন ভাতিজা। গ্রামে নাকি তার পিতা ও ভাই আলী হোসেন গাজা ব্যবসা করেন বলে জানা গেছে।