মখলিছ মিয়া/ আবুল কাশেম/ আবুল হোসেন সবুজ ॥ অগ্নি সংযোগ, পেট্টোল বোমা-ককটেল বিষ্ফোরণ কেন্দ্র দখল করে ভোট প্রদান কম ভোটারের উপস্থিতি ও জাতীয় পার্টির ২ প্রার্থী এবং ১ স্বতন্ত্র প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যানের মধ্য দিয়ে হবিগঞ্জের ৩টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে হবিগঞ্জের ৩টি আসনে আওয়ামীলীগ প্রার্থী এডঃ আবু জাহির, এডঃ আব্দুল মজিদ খান ও এডঃ মাহবুব আলী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এডভোকেট এমএ মজিদ খান ৬৫ হাজার ৩৬২ ভোট পেয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন। নিকট প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল পেয়েছেন ২১ হাজার ৫৫৯ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী আফছার আহমেদ রূপক পেয়েছেন ৩ হাজার ১১২ ভোট। এ আসনে মোট কাস্টিং ভোটের পরিমাণ হচ্ছে ৯০ হাজার ৩৩ ভোট। এ আসনে ১৪৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৬৯ হাজার ৪৯৫। সহিংসতার কারণে এ আসনে ২টি ভোট কেন্দ্র স্থগিত রয়েছে। এ আসনে ভোট কাস্টিং হয়েছে ৩৪.০৩%।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে এডভোকেট মোঃ আবু জাহির পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিতকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৩৭ ভোট পেয়েছেন। এ আসনে ১২৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২লাখ ৮৬ হাজার ৫৪১ জন। এ আসনে ভোট কাস্টিং হয়েছে ৪১.৫%। লাখাই উপজেলার ২৯টি কেন্দ্রের মধ্যে মাত্র ১টি কেন্দ্রে জাপার প্রার্থী আতিকুর রহমান আতিক পাশ করেছেন। এটি হচ্ছে সিংহগ্রাম ইয়াছিনিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র। ওই কেন্দ্রে ১৯২৯ ভোটের মধ্যে আতিকুর রহমান আতিক পেয়েছেন ৩১৬ ভোট এবং আবু জাহির পেয়েছেন ৩১২ ভোট।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ১লাখ ২২ হাজার ৪৩৩ ভোট পেয়ে এডভোকেট মাহবুব আলী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ পেয়েছেন ১৪ হাজার ৭৬০ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির আহাদ ইউ চৌধুরী শাহীন পেয়েছেন ৩ হাজার ৩৪৪ ভোট। ভোট কাস্টিং হয়েছে ৩৬.২৪%। এ আসনে ১৭৭ টি কেন্দ্রে মোট ভোটর সংখ্যা হচ্ছে ৩লাখ ৬৭ হাজার ৪৮১।