মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলাবই এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদা জায়েন উদ্দিনের নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।