বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

সাতছড়ি জাতীয় উদ্যান ঃ শিল্পীর তুলির আচড়ে ক্যানভাসে আঁকা কোন দৃশ্য নয় ‘

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬
  • ৫৮৭ বা পড়া হয়েছে

মিলন রশীদ ॥ শিপ্লীর তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকা কোন দৃশ্য নয়। প্রকৃতি এভাবেই তার সর্বোচ্চ রূপের বিকাশ ঘটিয়েছে সাতছড়ি জাতীয় উদ্যানে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতটি ছড়া নিয়ে সাতছড়ি বনাঞ্চল। আকাশ ছোঁয়া বিশাল বৃক্ষরাজির নৈসর্গিক সৌন্দর্য্য। বর্ণিল নানা প্রজাপতির পাখির ডাক। প্রাণীকুলের দৌড়ঝাপ। সবকিছুর দেখা মিলে হাজার বছরের পুরানো ঐতিহ্যের জাতীয় উদ্যান হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়িতে। এই উদ্যানে রয়েছে ত্রিপুরা আদিবাসীর বসবাস। পাখি প্রেমীদের জন্য এই বন একটি স্বর্গভূমি। পর্যটক আকৃষ্ট করার মতো সবই আছে এই জাতীয় উদ্যানে। তবে অবকাঠামোসহ নানা দিক দিয়ে পিছিয়ে রয়েছে এই উদ্যান। ২০০৫ সালে ২’শ ৪৩ হেক্টরের এই বনাঞ্চলকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। হাজারো বছরের পুরানো আকাশসম বৃক্ষ, বিভিন্ন প্রজাপতির বানরও বন্যপ্রাণী আর পাখির কলকাকলিত মুখরিত থাকে এই উদ্যান। বছর জুড়েই এই উদ্যানে কমবেশি পর্যটকদের আনাগোনা লক্ষণীয়। সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে তিনটি পায়ে হাঁটার পথ, পর্যটন টাওয়ার, শেড নির্মাণ করা হয়েছে। উদ্যানে রয়েছে একটি রেস্ট হাউস। তবে তথ্যকেন্দ্র ও অভ্যর্থনা কক্ষসহ অন্যান্য অবকাঠামোগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। নেই বিদ্যুৎ। আর পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যটক পুলিশ সাইনবোর্ডেই সীমাবদ্ধ। এই উদ্যানে ১’শ ৪৯ প্রজাতির পাখি, ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৮ প্রজাতির সরীসৃপ এবং ৬ প্রজাতির উভচর প্রাণী আছে। রয়েছে ২৪ পরিবারের ত্রিপুরা আদিবাসী গ্রাম। ঢাকা থেকে সাতছড়ির দূরত্ব একশো ৩০ কিলোমিটার। আর সিলেট থেকে একশো ৪০ কিলোমিটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com