স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের জহুর আলী হত্যা মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই এ কে এম রাসেল, এসআই সুমন চন্দ্র হাজরা ও পুলিশ সদস্য আনিছের নেতৃত্বে একদল পুলিশ উচাইল শংকপাশা গ্রামে অভিযান চালায়। এ সময় তারা আব্বাস মিয়া (২৫) নামের এক আসামীকে আটক করে। আটককৃত আব্বাস আলী উচাইল চারিনাও গ্রামের শহীদ মিয়ার পুত্র। তাকে উচাইল শংকরপাশা গ্রাম থেকে আটক করা হয়।
এ সময় আটক আসামী আব্বাস আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। আব্বাস আলী উচাইল গ্রামের জহুর আলী হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী।