নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুকুরে ডুবে রাহিম মিয়া নামে ৪বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাহিম উপজেলার গজনাইপুর ইউনিয়নের নিশাকুড়ি গ্রামের সায়েদ মিয়া ওরপে কালা মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু রাহিম মিয়া গতকাল সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের সকলের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।