প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কৃষকলীগ নবীগঞ্জ সদর ইউপি শাখার বার্ধিত সভা স্থানীয় ভবের বাজারে গত রবিবার অনুষ্ঠিত হয়। ইউপি কৃষকলীগের আহবায়ক শেখ সজিদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শ্যামল চক্রবর্তীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি এডঃ শেখ শাহনুর আলম ছানু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, সাবেক ছাত্রনেতা সৈয়দ টিপু সুলতান, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরমনি সরকার, সাংগঠনিক সম্পাদক দ্বিজেন্দ্র রায় মহাদেব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক করুনাময় দে বাচ্চু, কৃষকলীগ নেতা অনজিৎ দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল আহমেদ বেলাল, পৌর কৃষকলীগের সহ-সভাপতি পিন্টু দাশ, কৃষকলীগ নেতা মইনুল ইসলাম চৌধুরী, বিরেন্দ্র দাশ, আওয়ামীলীগ নেতা অবঃ সৈনিক মিরাশ আলী, সাহেব আলী, শাহিদ মিয়া, একন মিয়া, ফরজ আলী, অনীল শেঠ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জয়নাল আবেদীনকে সভাপতি, শ্যামল চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং মোঃ ছায়েদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ সদর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা কৃষকলীগের সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।