এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর থানার মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ও ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ।
আটককৃত সাজা প্রাপ্ত আসামী হল পৌর এলাকার মাষ্টার কোয়াটার এলাকার মৃত ফুল হরিজন এর পুত্র ফুল হরিজন (৪২)। গতকাল সোমবার রাতে সদও থানার এস আই মিজানুর রহমান ও এ এস আবু নাইমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর এতিম খানা রোড় থেকে অভিয়ান চালিয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে সদর মডেল থানা অফিসার ইনচার্জ জানান, ইদানিং কালে কয়েকটি ঘটনায় হবিগঞ্জের নাম খুবই খারাপ ও লজ্জাজনক হয়ে উঠেছে। তাই আমাদেও এই অভিযান প্রতিদিনই থাকবে এই অভিযানে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এবং হবিগঞ্জকে আবারও শান্তি ও শহর হিসেবে গড়ে দেখাব।