মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে পুলিশের এক এসআই আহত হয়েছেন। গতকাল সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বানিয়াচং থেকে নির্বাচনী দায়িত্ব পালন শেষে শেষে একটি এ্যাম্বুলেন্স দিয়ে মাধবপুর থানার এসআই মহরম মাধবপুর আসছিলেন। এ্যাম্বুলেন্সটি মুক্তিযোদ্ধা চত্বর এলাকার কাছে পৌছুলে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় এসআই মহরম গুরুতর আহত হয়। তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানায় পরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন এসআই মহরম বানিয়াচং নির্বাচনী দায়িত্ব শেষে কোনো গাড়ী না পেয়ে এ্যাম্বুলেন্স দিয়ে মাধবপুর আসার পথে দুর্ঘটনার আহত হয়।