নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ সীমান্তরক্ষীর কড়া টহল ও কাঁটা তারের বেড়া বেধ করে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ। আটককৃতরা হচ্ছে-বাল্লা সীমান্তের গাজীপুর গ্রামের বনের বাড়ীর আঃ মন্নানের পুত্র হুমায়ুন (২৫) ও একই গ্রামের আঃ খালেকের পুত্র আঃ কদ্দুছ (৩৫)। গতকাল সকালের দিকে তাদেরকে আটক করা হয়। সীমান্ত সূত্রে জানা গেছে-গতকাল রবিবার সকালে বাল্লা সীমান্তের ১৯৬৫ নং মেইন পিলারের কাছে কুলিবাড়ী এলাকা দিয়ে এরা ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্গনের অভিযোগ এনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে বিজিবি সূত্র জানায়, হুমায়ুন ও কদ্দুছ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় জড়িত। কদ্দুছের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।