নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে এবং বাবুল পাল ও বিজিত দেবের আয়োজনে গতকাল শুক্রবার রাতে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদগ্রন্থাদি পাঠ, আলোচনা সভা ও প্রসাদ বিতরন। সৎসঙ্গে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সহ-সভপতি মৃম্ময় কান্তি দাশ বিজন, উৎসব কমিটির সভাপতি ডাঃ মিহির লাল সরকার, সাধরন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংস্কৃতিক সম্পাদক নরেশ চন্দ্র দাশ, ডাঃ কাজল নাথ, নিখিল সুত্রধর, সুব্রত কুমার দাশ, সুবিনয় দাশ, রাখাল চন্দ্র দাশ, তাপস বনিক, নয়নমনি সরকার, বিজিত দেব প্রমূখ।