মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আগামীকাল শনিবার বানিয়াচং উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে ভোটাররা। সেই হিসেবে আজ দিবাগত রাত প্রার্থীদের কালরাত বলা যায়। ভোটের দিনের আগের রাতে অনেক প্রার্থীর টাকা বিতরণ করে নিজেদের পক্ষে রায় নেয়ার চেষ্টা করে থাকে বলে লোকমুখে শোনা যাচ্ছে। ফলে টাকার খেলা বন্ধ করতে প্রার্থীরা নিজ নিজ গ্রামে কড়া পাহারাদার নিয়োজিত রেখেছেন। ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭২ জন, মেম্বার পদে ৭শ ৯৫ ও সংরক্ষিত সদস্য পদে ১শ ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩ ইউনিয়নে ১ লাখ ৯০ হাজার ৭৬৫ জন ভোটার ১২৩১ কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন।
এ দিকে নির্বাচনকে ঘিরে পুরো বানিয়াচংকে নিচ্ছিদ্র্র নিরাপত্তা বেষ্ঠনীতে ঢেকে ফেলা হয়েছে। যেখানেই কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে আইনশৃঙ্খখলা বাহিনী সেখানেই তৎপরতা চালিয়ে পরিবেশ নির্বাচনের অনূকূলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলে অবাদ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান সকলের সহযোগিতা চেয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীগণ হচ্ছেন-
বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে ঃ মিজানুর রহমান (নৌকা), গিয়াস উদ্দিন (ধানের শীষ), খায়রুল বাশার (ঘোড়া), আব্দুছ ছালাম (লাঙ্গল), খন্দকার তালেব উদ্দিন (চশমা)। এই ইউনিয়নে মোট ভোটার ১৭হাজার ৬শ ৭০জন।
২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নে ঃ হায়দারুজ্জামান খান ধন মিয়া (নৌকা), মোঃ ওয়ারিশ উদ্দিন খান (ধানের শীষ), মোঃ জালাল উদ্দিন খান (ঘোড়া), নেছার আহমদ শেলু (লাঙ্গল)। মোট ভোটার ১৫ হাজার ১শ ১৮জন।
৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে ঃ মোঃ আরফান উদ্দিন (নৌকা), মহিবুর রহমান বাবলু (ধানের শীষ), ছামির আলী (ঘোড়া), কামরুল হুসাইন (দেওয়াল ঘড়ি), মোহাম্মদ আলী (মোটর সাইকেল), মোঃ হাবিবুর রহমান (আনারস), মোঃ ময়না মিয়া (চশমা), সৈয়দ মছরুর আহমদ (লাঙ্গল)। মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৮শ ৫২ জন।
৫নং দৌলতপুর ইউনিয়নে ঃ মোঃ লুৎফুর রহমান (নৌকা), শেখ আব্দুল হাই (ধানের শীষ), গোপাল চন্দ্র দাস (চশমা), ছাইম উদ্দিন (দেওয়াল ঘড়ি), তোফায়েল আহমেদ (আনারস), মোঃ আব্দুল মোছাব্বির (ঘোড়া), মঞ্জুর কুমার দাস (মোটর সাইকেল)। মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬শ ৯৭ জন।
৬নং কাগাপাশা ইউনিয়নে ঃ মোঃ এরশাদ আলী (নৌকা), মোঃ মাইন উদ্দিন (ধানের শীষ), আঃ মোত্তালিব (আনারস), মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী (ঘোড়া)। এই ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৩শ ২৫ জন।
৭নং বড়ইউড়ি ইউনিয়নে ঃ হাবিবুর রহমান (নৌকা), মোস্তাফা আল হাদী (ধানের শীষ), ইয়াওর মিয়া (মোটর সাইকেল), এনামুল হক সবুর (ঘোড়া), মোঃ আবু মুছা (অটোরিক্সা), মোঃ আব্দুল ওয়াহাব (খেজুর গাছ), ইকবাল আহমেদ চৌধুরী (আনারস), মোঃ ফারুক মিয়া শাহ (লাঙ্গল), শাহ আহমুদুর রহমান (চশমা)। এই ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১২ হাজার ৬শ ১৩ জন।
৮নং খাগাউড়া ইউনিয়নে ঃ শাহ শওকত আরেফীন সেলিম (নৌকা), মোঃ কামরুজ্জামান চৌধুরী (ধানের শীষ), ফরিদ আলী (আনারস), মাসুদ কোরাইশি মক্কী (ঘোড়া)। ভোটার সংখ্যা ১৫ হাজার ৭শ ৯২ জন।
৯নং পুকড়া ইউনিয়নে ঃ এডঃ আলাউদ্দিন তালুকদার (নৌকা), মোঃ এরাজত মিয়া (ধানের শীষ), আনোয়ার হোসেন (মোটর সাইকেল), আবুল কালাম আজাদ (ঘোড়া), নুরুল হক (চশমা), মোঃ নাছির উদ্দিন (আনারস), শেখ হিফজুর রহমান (খেজুরগাছ)। ভোটার ১৬ হাজার ২শ ১২ জন।
১০নং সুবিদপুর ইউনিয়নে ঃ মোঃ আবুল কাশেম চৌধুরী (নৌকা), মোঃ আক্তার মিয়া আখঞ্জি (ধানের শীষ), মোঃ আব্দুর রউফ (ঘোড়া)। ভোটার সংখ্যা ১০ হাজার ৩শ ৩০ জন।
১১নং মক্রমপুর ইউনিয়নে ঃ মোঃ আহাদ মিয়া (নৌকা), মোঃ কুহিনুর আলম (ধানের শীষ), আবুল বাসার (মোটর সাইকেল), মোঃআব্দুর রউফ (ঘোড়া), মোঃ ছাদেকুর রহমান লিটন (আনারস)। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১শ ৬০ জন।
১৩নং মন্দরী ইউনিয়নে ঃ শেখ সামছুল হক (নৌকা), মোঃ আব্দুর রব (ধানের শীষ), মোঃআব্দুল হাকিম (ঘোড়া), মোঃ ইকবাল হোসেন (আনারস), মোঃ নুরুল হুদা (মোটর সাইকেল), নুর মিয়া (টেলিফোন)। এই ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৬৪ জন।
১৪নং মুরাদপুর ইউনিয়নে ঃ মোঃ রফিকুল হক পাশা (নৌকা), মোঃ মধু মিয়া (ধানের শীষ), মোঃ আফরাজুল চৌধুরী (মোটর সাইকেল), জালাল উদ্দিন আহমেদ (আনারস), শেখ মোস্তাকিমুল হোসেন (চশমা), সুহেল চৌধুরী (ঘোড়া)। ভোটার সংখ্যা ৯ হাজার ৩শ ২৪ জন।
১৫নং পৈলারকান্দি ইউনিয়নে ঃ মোঃ ফজলুর রহমান খান (নৌকা), মোঃ কামাল তালুকদার (ধানের শীষ), মোঃ আনিসুর রহমান তালুকদার (ঘোড়া) ও মোঃ নাসির উদ্দিন চৌধুরী (আনারস)। এই ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৬শ ৮ জন।