স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ছাত্রীটির ফুফাতো ভাই তার এক বন্ধুকে নিয়ে তাকে ধর্ষণ করে। গত বুধবার রাত ৮টার দিকে গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এদিকে এ ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল জোর তৎপরতা চালাচ্ছে। ভিকটিমের পরিবারকে টাকা দিয়ে ঘটনাটি চাপা দেয়ার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে একটি মহল। এ ব্যাপারে চুনারুঘাট থানায় জিডি হয়েছে।
পুলিশ ও ভিকটিম সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে সে বসত ঘরে একা ছিল। মা-বাবা বাইরে ছিল। এ সুযোগে তার ফুফাতো ভাই একই গ্রামের আশ্বব আলীর ছেলে অনু মিয়া ও তার বন্ধু মানিক মিয়ার ছেলে ফয়সল ঘরে ঢুকে প্রথমে তার মুখ গামছা দিয়ে বেধে ফেলে। পরে তাকে পালাক্রমে দুই বন্ধু ধর্ষণ করে। রাত ৯টার দিকে মেয়ের বাবা বাড়িতে গিয়ে তাকে বিধ্বস্থ অবস্থায় দেখতে পেয়ে সুর চিৎকার করেন। এ সময় পাড়াপ্রতিবেশীরা এগিয়ে আসার পর বাবা মেয়েটিকে নিয়ে চিকিৎসার জন্য হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। এদিকে হাসপাতালে আসার পর মেয়েটির চিকিৎসা দিতে ডাক্তাররা বিব্রতবোধ করেন। থানা থেকে লিখিত আনার পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তার। পরে গতকাল সকালে মেয়েটির বাবা চুনারুঘাট থানায় গিয়ে জিডি করেন। পরে পুলিশ মেয়েটির ডাক্তারী পরীক্ষা করার জন্য হাসপাতালে আসে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, মেয়েটির বাবাকে আমরা মামলা দিতে বলেছি। তিনি বলেছেন পরে এসে মামলা দিবেন। ওসি জানান, আমরা প্রাথমিকভাবে জিডি নিয়েছি। মামলা না হলেও জিডির ভিত্তিতে আমরা ব্যবস্থা নিতে পারব। আসামীদের গ্রেফতার করতে চেষ্টা চালানো হচ্ছে।