স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণের চেষ্টা ও অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী পোদ্দার বাড়ি এলাকার শামীম আহমেদ স্বপন (৩৫) মামলা তুলে নেয়ার জন্য বাদী বিভিন্ন ভাবে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করছে। সিএনজি শ্রমিক নেতা দাবীদার স্বপন পোদ্দার বাড়ি বহুলা এলাকার নানার বাড়িতে বসবাস করছেন।
মামলার বিবরণে জানা যায়, কিছুদিন আগে স্বপনের সাথে পরিচয় হয় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা এলাকার মনু মিয়ার সাথে। এ সুবাদে স্বপন তার বাড়িতে আসা যাওয়া করে। এক পর্যায়ে তার সুন্দরী স্ত্রী সুমনা আক্তার (২০) এর কুনজর পড়ে তার। প্রায়ই তাকে সে উত্যক্ত করতো। শুধু তাই নয়, সে নিজেকে শ্রমিক নেতা বলে পরিচয় দিত। যদি সুমনা তার কথা না শুনে তাহলে মনুকে চাকুরিচ্যুত করবে। সম্প্রতি কেউ বাড়িতে না থাকার সুযোগে সুমনাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্ঠা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে স্বপন পালিয়ে যায়। এ ব্যাপারে গত বুধবার সকালে সুমনা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে স্বপনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও অপহরণের মামলা করে। মামলা দায়েরের স্বপন নিজেকে রক্ষায় বিভিন্ন স্থানে দৌর ঝাপ শুরু করেছে। এমনকি মামলা তুলে নিতে বাদীনী ও তার স্বামীকে বিভিন্ন ভাবে হুমকী প্রদর্শণ করছে।