এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের খোয়াই মুখ এলাকা থেকে আন্ত:জেলা ডাকাতদলের মুলহোতা জমশের আলী (৩০) ওরফে জমশেদকে আটক করেছে সদর থানা পুলিশ। সে বানিয়াচং উপজেলার বরকান্দি গ্রামের সাবেদ আলীর পুত্র।
গত বুধবার গভীর রাতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন ও ওসি (তদন্ত) বিশ্বজিত দেব এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) বিশ্বজিত দেব জানান, তার বিরুদ্ধে ডাকাতি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জ, বানিয়াচং ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।