স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের উন্নয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী সাবেক ইউপি মেম্বার আনছার মিয়া তালুকদারের বাড়ীতে অনুষ্ঠিত উন্নয়ন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কুর্শি ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আফজল মিয়াসহ গ্রাম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় এমপি মুনিম চৌধুরী বাবু সমরগাঁও গ্রামের মসজিদের উন্নয়নে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান ঘোষণা দেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।