রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার কুলাইচর গ্রামে এক যুবককে নেপাল পাঠানোর নাম করে গুম করার অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার সহিদ মিয়ার ভাই ইউসুফ মিয়া বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়-মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচর গ্রামের মৃত মনিরউদ্দিনের ছেলে সহিদ মিয়াকে একই গ্রামের মৃত আলীমউদ্দিনের ছেলে শাহেদ মিয়া ও ছলিমউল্লাহ’র ছেলে ইদ্রিছ আলী নেপাল নেয়ার নেওয়ার কথা বলে ২৫মার্চ বাড়ী থেকে নিয়ে যায়। এরপর থেকে সহিদ মিয়ার সন্ধান পায়নি তার স্বজনরা। দালালদের কাছে সহিদ মিয়া কোথায় আছে জানতে চায় পরিবারের লোকজন। এতে ক্ষুব্ধ হয়ে সহিদ মিয়ার লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দেয় তারা। নিরুপায় হয়ে সহিদ মিয়ার ভাই মোঃ ইউসুফ মিয়া বুধবার থানায় একটি মামলা দায়ের করেন। তার ধারণা সহিদ মিয়াকে দালালরা গুম করে রেখেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মমিনুল ইসলাম জানান-সহিদ মিয়াকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।