স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর ও রাজনগর গ্রামের ভূমিহীনদের সাথে উন্নয়ন মুলক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কায়ুমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা যুব সংহতির আহবায়ক মোঃ নুরুল আমিন ফুল মিয়া। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাপা নেতা হাজী আব্দুশ শহিদ, তাহিদ উল্লাহ, আলতাফ মিয়া, মনহর মিয়া, ইনাতগঞ্জ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক জামাল মিয়া, যুব সংহতির নেতা ছালিক মিয়া, মেম্বার প্রার্থী আজির হাসান আরজু প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু উমরপুর জামে মসজিদের উন্নয়নে ২৫ হাজার টাকা অনুদান ঘোষনা করেন। এছাড়া তিনি উমরপুর ও জয়নগর গ্রামের ভূমিহীনদের পূর্ন ভাষন, বিদ্যুত সংযোগ ও রাস্তা পাকা করণে সর্বাত্তক প্রচেষ্টা থাকবে।