সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত দেওয়ান মোতাহের চৌধুরী নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এঘটনায় গত রবিবার পানিউমদা গ্রামের মৃত: তোফাজ্জুল হোসেন চৌধুরীর পুত্র দেওয়ান মোতাহের চৌধুরী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণ জানা যায়, মোতাহের হোসেন চৌধুরী তার সহায় সম্পত্তি ও তার চাচা প্রবাসী দেওয়ান আবুল কয়েছ চৌধুরীর বাড়ী ঘর এবং সম্পত্তির কেয়ার টেকার হিসেবে দেখা শোনা করে আসছেন। উক্ত সম্পত্তির কিছু জায়গা জোর পূর্বক দখল ও কিছু জায়গায় গভীর গর্ত করে এর প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন আব্বাস উদ্দিনের নির্দেশে এবং আব্দুল হেকিমের নেতৃত্বে দেওয়ান মোতাহের চৌধুরীর উপর স্থানীয় মোকামবাজার হতে বাড়ী যাওয়ার পথে সকাল ৯টার দিকে সাইফুল, মহিবুর, সাদিকুর গংরা পূর্ব পরিকল্পিত ভাবে তার উপরে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। অভিযোগের বিবরণে আরোও জানা যায়, প্রতিপক্ষের লোকজন তাকে প্রাণে হত্যার উদ্দেশ্য হামলা চালায় এসময় তার সাথে থাকা নগদ ২ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এসময় শোর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করে।