প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বরস্বতী পূজা উদ্যাপন উপলক্ষে নবীগঞ্জ শহরের ওসমানী রোড়ের উদয়ন সংঘ গতকাল নিতাই আচার্যকে সভাপতি ও বিশ্বজিৎ দাশকে সাধারণ সম্পাদক করে নয়া কমিটি গঠন করেছে। ১৮ সদস্য বিশিষ্ট কমিটির অপর কর্মকর্তা ও সদস্যরা হচ্ছেন-শ্যামল দাশ ও অনজিৎ দাশ (সহ-সভাপতি) লোকেশ দাশ সহ-সাধারণ সম্পাদক, শান্ত চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক, বিপুল দাশ সহ-সাংগঠনিক সম্পাদক, কাজল রায় (কোষাধ্যক্ষ), চন্দন দাশ (সহ কোষাধ্যক্ষ), নিবাস দাশ (প্রচার সম্পাদক), অংকন রায় ( সহ-প্রচার সম্পাদক), এবং সদস্যরা হলেন সৌরভ আচার্য্য, পাপন দাশ, দ্বীপ দাশ, অপু দাশ, শাওন দাশ ও পিংকু দাশ। উল্লেখিত নতুন কমিটিকে ওসমানী রোডের অলক টি স্টল-এর প্রোপইটার বিপুল দাশ ও রাজ টেইলার্স-এর প্রোপাইটার বিশ্বজিৎ দাশ অভিনন্দন জানিয়েছেন। দ্বীপ দাশ, অপু দাশ, শাওন দাশ ও পিংকু দাশ। উল্লেখিত নতুন কমিটিকে ওসমানী রোডের অলক টি স্টল-এর প্রোপইটার বিপুল দাশ ও রাজ টেইলার্স-এর প্রোপাইটার বিশ্বজিৎ দাশ অভিনন্দন জানিয়েছেন।