স্টাফ রিপোর্টার ॥ জেলার দক্ষিণাঞ্চলের নদী ছড়ার সরকারী বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ১৪২২ বাংলায় কোন কোন বালু মহালের লীজের সময়সীমা শেষ হলেও লীজগ্রহীতরা এ ব্যাপারে তোয়াক্কা না করে বালু উত্তোলন করে যাচ্ছেন। ১৪২৩ বাংলায় নতুন করে বালু মহাল নিলামের নিয়ম থাকলেও উপজেলা ও জেলা প্রশাসন ইজারা প্রদানের কোন উদ্যোগ নিচ্ছেননা। ফলে মেয়াদোত্তীর্ণ ইজারা গ্রহীতারা বালু উত্তোলন অব্যাহত রেখেছেন। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চুনারুঘাটের সুতাং গ-অংশের ইজারারার মেয়াদ ১৪২২ বাংলার ৩০ চৈত্র শেষ হলেও ইজারাদার জিতু মিয়া রাতদিন বালু উত্তোলন করে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসনের কতিপয় কর্মকর্তার সাথে আতাত করেই তিনি মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।