প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে ২নং ইউপির কৃষক দল সভাপতি আলীনুর এর নেতৃত্বে ১৮ দলের পক্ষে গতকাল সারাদেশের মত অবরোধ পালিত হয়। সকাল ১০টায় রাস্তায় গাছ পেলে আগুন জালিয়ে গাড়ী চলা চল বন্ধ করে দেওয়া হয়। অবরোধে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম, মোঃ আঙ্গুর মিয়া, জিল্লুর রহমান, বিএনপির সাংগঠনিক সালেহ আহমদ, যুবদলের সাধারণ সম্পাদক এমরুল ইসলাম, রিয়াজ উদ্দীন লেবু, জিয়াউর রহমান, সুমন, রাজন, মামুন, জুবায়ের, নোমান, ফরহাদ, মাওলানা সফরুজ, আলাউদ্দীন, আঃ রউফ, সাজ্জাদুর, ফয়সল, তাজনউল্লা, জাকির হোসেন, শাহাজান, সাইফুল, সাইদুর, রোহেল, ইন্দ্রজিত, কামরুল ইসলাম, বশির প্রমূখ।