নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশে টানা অবরোধের পাশাপাশি ৪৮ ঘন্টার হরতালের ২য় দিনে গতকাল নবীগঞ্জে স্বতস্ফূূর্তভাবে হরতাল পালন করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ ১৮ দলীয় জোট। গতকাল রবিবার সকাল থেকে হরতালের সমর্থনে পিকেটাররা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। হরতাল চলাকালে যানবাহন চলাচল করেনি। সরকারের এক তরফা নির্বাচন শুরু হলেও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এলাকায় কোন নির্বাচন হচ্ছে না। এ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির এমএ মুনিম চৌধুরী বাব নির্বাচিত হয়েছেন। এছাড়া বিগত উপ নির্বাচনে বিজয়ী ১৮ দলীয় জোটের প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া’র নেতৃত্বে চলমান আন্দোলনে মাঠ সরব রেখেছেন। হরতাল, অবরোধ, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচীতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় এ সব কর্মসূচীতে নেতাকর্মীসহ লোকজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে হরতাল চলাকালে দুপুরে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দল। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি, যুবদল সভাপতি এটিএম সালাম, আহমদ ঠাকুর রানা, রসময় শীল, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, আবুল কালাম মিঠু, আব্দুস শাহেদ, এনাম আহমদ, ফজলুল হক প্রমূখ। এ ছাড়া হরতালের সমর্থনে কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলির নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।